দুর্গাপুরে বৃহত্তর সেতু নির্মাণ কাজের উদ্বোধন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নে তাঁতিরকোনা ফেরিঘাট থেকে সোমেশ্বরী নদীর উপর ২০কোটি টাকা ব্যায়ে ২৪০মি. দীর্ঘ সর্ববৃহৎ পিএসসি গার্ডার সেতু নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

তাঁতিরকোনা নদীর চড়ে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, ইউএনও মোঃ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার জাহান, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম, ঠিকাদার অসিম সিংহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কথা ভেবে এ সেতু নির্মান কাজের বরাদ্দ দিয়েছেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার মত যোগ্য প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান। সেই সাথে স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নির্মাণকাজ সঠিক সময়ে শতভাগ বাস্তবায়ন করতে ঠিকাদার প্রতিষ্ঠান ‘‘উদয়ন বিল্ডার্স এন্ড অসিম সিংহ জেভি’’ কে নির্দেশ দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।