শেরপুরে মাদক ব্যবসায়ী কালু ডাকাত বন্দুকযুদ্ধে নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে কালু ডাকাত পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ২৫ মে শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এসময় এক উপ-পরিদর্শক (এসআই) সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতের লাশ শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম বন্দুকযুদ্ধে কালু ডাকাত নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।