
স্টাফ রির্পোটার: নেত্রকোণা-কলমাকান্দা সড়কের আশারানী বেইলী ব্রীজটি অতিরিক্ত মালবাহী ট্রাকের কারণে বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্থ হওয়ায় কলমাকান্দার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী ও সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কলমাকান্দা থেকে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো-ট-২০-২০৫০) বৃহস্পতিবার বিকালে আশারানী বেইলী ব্রীজ পার হওয়ার সময় ব্রীজের ডেকিং সরে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ফলে এই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম তরফদার বেইলী ব্রীজ ক্ষতিগ্রস্থ হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, ব্রীজটি তথ দ্রুত সম্ভব মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।