
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শিল্পকলা একাডেমী আয়োজিত নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
একাডেমী মিলনায়তনে শুক্রবার সকালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব একাডেমীর শিক্ষক বিরেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। অন্যদের মধ্যে আলোচনা করেন সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ‘র সঙ্গীত বিভাগের প্রভাষক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, একাডেমীর সঙ্গীত শিক্ষক তপন কুমার দাস, মোঃ সুরুজ আলী প্রমূখ। আলোচনা শেষে একাডেমীর শিক্ষার্থীরা কবি নজরুল ইসলামের বিভিন্ন ধারার কবিতা ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী নানা আয়োজনের মাধ্যমে কবির জন্মজয়ন্তী পালন করেছেন।