
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে মাদকব্যবসায়ি ও মাদকসেবী ৮ জন কে ২০ লি: চোলাই মদ ও ১ কেজি গাঁজাসহ আটক করেছে।
আটককৃতরা হলো – উপজেলার লেংগুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র মো. নেকবর আলী ওরফে নেকবর ডাকাত (৫৬), একই এলাকার মৃত আমির উদ্দীনের পুত্র মো. হারুণ অর রশিদ, একই ইউনিয়নের গোয়াতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. আব্দুর রশিদ (৫২), মৃত ফজর আলীর পুত্র মো. মেহের আলী (৫৮), রাজনগর গ্রামের মো. আবুল কাশেমের পুত্র মো. সাজ উদ্দীন (৩০), কলমাকান্দা সদর ইউনিয়নের গিলাচৌকা গ্রামের মৃত সফদর আলির পুত্র মো.শফিউদ্দীন (৬০), ড্রেইট্রাখালীর মৃত মিয়াফর মুন্সীর পুত্র মফিজ উদ্দীন (৬০) ও একই এলাকার মৃত মো. মোতালেবের ছেলে মো. হাবিবুর রহমান (৬০) ।
পুলিশ সুত্র জানা যায় গোপন সংবাদের ভিওিতে দুর্গাপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ্ শিবলী সাদিকের দির্ক নির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল অভিনব কৌশলে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে ২০ লি: চোলাই মদ ও ১ কেজি গাঁজাসহ ৮ জন কে আটক করে নিয়ে থানায় আসে ।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের মধ্যে অনেকের নামে একাধিক মাদক মামলাও রয়েছে।
পুলিশ বাদী হয়ে আবারও আটককৃতদের নামে পৃথক পৃথক মাদকদ্রব্য আইনে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। পরে আটকৃতদের বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে সোর্পদ করা হয়েছে ।