নেত্রকোণায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ার রুবেল মিয়াকে হত্যার দায়ে বুধবার দুপুরে ৪ জনকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এর আদালত। সেইসাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন কেন্দুয়া উপজেলার উলোহাটী গ্রামের স্বপন, জুয়েল, রাজধর ও এরশাদ মিয়া।
জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি সাইফুল আলম প্রদীপ জানান, আসামীরা একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগষ্ট রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে উলোহাটি গ্রামের চাঁন মিয়ার বীজ তলা ফেলে রাখে। পরবর্তীতে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিনদিন পর ৯ আগষ্ট রুবেলের পিতা হাসিম উদ্দীন বাদি হয়ে স্বপনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামী করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসমী জুয়েলের স্বীকারক্তি মূলক জবানবন্দিতে ২০১৬ সালের ১৪ ই জানুয়ারী ৪ জনকে আসামী করে আদালতে চার্জসীট দাখিল করে। আদালত ৯ জন স্বাক্ষীর স্বক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।