সুনামগঞ্জে ১৫৮ প্যাকেট কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে ১৫৮ প্যাকেট বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ’
পুলিশ জানায়, টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের মাছ বাজারের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ১৫৮ প্যাকেট বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল নিজ ব্যবসা প্রতিষ্ঠানের হেফাজতে রেখে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নিকট থেকে ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। অপরদিকে ভ্রাম্যমাণ আদালত একই সময়ে বাণিজ্যিক কেন্দ্র’র মাছ বাজার থেকে ০৮ কেজি পোণা মাছ জব্দ করে হতদরিদ্র লোকজনের মধ্যে বিতরণ করেছে।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাহিরপুর উপজেলার মৎস কর্মকর্তা মো. তানভীর আহমদ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আমির উদ্দিন সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।