নাটোরে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ

নাটোর প্রতিনিধি: নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আগামী ২৫মে থেকে গোপালভোগ, ৫জুন থেকে রাণী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, ১০জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলি, ৩ জুলাই থেকে আ¤্রপলি, ১০জুলাই মল্লিকা এবং ফজলি আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়। এছাড়া ১৫জুলাই থেকে বারি আম-৪ এবং ২৫ জুলাই আশ্বিনা আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আসম মেফতাহুল বারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন সহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন জেলা প্রশাসক।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।