নেত্রকোণায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত : ওসি সহ আহত ৫ পুলিশ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আমজাদ নামে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন সহ আরো ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরের দিকে পুলিশের বিশেষ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা সহ সদস্যদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী আমজাদ শহরের পশ্চিম নাগড়া এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা,ভাড়াটে খুনি হিসেবে চিহ্নিত ছিল। তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় ১৩টি বিভিন্ন মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোণা সদর থানার ওসি বোরহান উদ্দিন।


পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর ২টার দিকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমজাদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়য়ারী এলাকায় অভিযান চালানোর সময় পূর্ব থেকে উৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপর অতরক্ষিত হামলা চালায় এ সময় আমজাদ নিহত হয় এসময় নেত্রকোণা সদর থানার ওসি বোরহান উদ্দিন,এস আই মহসিন,মামুন,মকবুল ও পুলিশ কনষ্টবল মালেক আহত হয়। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, আমজাদ একজন ভাড়াটে খুনি ও অস্ত্রধারী মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় ১৩টি বিভিন্ন মামলা রয়েছে। তার তথ্য মতে অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।