
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সাধুপাড়া এলাকার ভাড়াটিয়া বাসা থেকে ২৫বোতল ফেন্সিডিল সহ কামাল কে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, এএসপি দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি শাহ্ শিবলী সাদিক এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অভিজ্ঞ এসআই, এএসআই ও কনস্টেবলদের সহায়তায় সাধুপাড়া তাঁর ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালিয়ে ২৫বোতল ফেন্সিডিল সহ তাঁকে গ্রেফতার করে ঐদিন বিকালে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত কামাল কূখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী।