নেশার টাকা না পেয়ে সুনামগঞ্জে এক ব্যক্তির আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি: স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে গলায় ফাঁস লাগিয়ে এক ইয়াবা আসক্ত ব্যাক্তি আত্বহত্যা করেছে।’ শনিবার নিজ ঘরের দরজা বন্ধ করে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের শহীদ আলম (৩২) নিজ ঘরের ধর্ণার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে।’
১ ছেলে ও ২ মেয়ের জনক নিহত শহীদ আলম উপজেলার লাউড়েরগড় গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে।’
পুলিশ ও নিহতের পারীবারিক সুত্রে জানা যায়, পেশায় বালু-পাথর শ্রমিক উপজেলার লাউড়েরগড় গ্রামের শহীদ আলম দ্বীর্ঘ দিন ধরেই ইয়াবা সহ নানান নেশায় আসক্ত ছিল।’ নেশার টাকার জন্য বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে চাঁপ দেয়ার পর টাকা জোগাড় করে দিতে না পারায় শনিবার দুপুর থেকে নিজ বসত ঘরের দরজা বন্ধ করে দেয় শহীদ আলম।’
সন্ধায় অবধি ঘরের দরজা না খোলায় পরিবার ও প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান শহীদ ঘরের ধর্ণার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে।’ পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ রাতে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।’
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার রোববার রাতে জানিয়েছেন , নেশার টাকা না পেয়েই শহীদ আলম গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।