
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রাম থেকে দেশীয় ধারালো অস্ত্র ও বিদেশী মদ সহ একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল, কনস্টেবল আক্রাম ও সালামসহ অন্যান্যদের নিয়ে রাতে খোরশেদ এর বাড়ীতে অভিযান চালিয়ে ৮বোতল মদ ও দেশীয় ধারালো অস্ত্র সহ তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত খোরশেদ ঐ এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।