
সুনামগঞ্জ প্রতিনিধি: দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে প্রায় ১ মণ (৪০ কেজি) কারেন্ট জাল জব্দ করা হয়েছে।’ রোববার টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে আনসার- পুলিশের সহযোগীতায় ওই সব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।’
টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনজুর আলম রোববার রাতে জানান, জেলা প্রশাসকের নির্দেশে রোববার দুপুর থেকে সন্ধা পর্য্যন্ত সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন জলাভুমিতে চুরি করে মাছ ধরার জন্য পাতিয়ে রাখা প্রায় ৪০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জালের বাজার মুল্য প্রায় ১ লাখ টাকা।’
সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম রোববার রাতে বলেন, টাঙ্গুয়ার হাওরের পোনা মাছ ও মাছের অভয়ারণ্য রক্ষা করতে চুরি করে মাছ ধরা বন্ধ করতে ও অবৈধ কারেন্ট জাল, কোণা জাল আটক করতে এখন থেকে প্রতিদিন নিয়মিত অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।