
কলমাকান্দা প্রতিনিধি: কলমাকান্দায় সোমবার ভোররাতে ৫২ পিস ইয়াবাসহ পিতা ও পুত্রকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে ওসি মিজানুর রহমান জানান দুর্গাপুর সার্কেল এএসপি শাহ শিবলী সাদিক এর নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে গিয়াস উদ্দিন (৬০) ও তার পুত্র মো. মাসুদ মিয়াকে (৪১) আটক করা হয়। অপরদিকে রোববার দিবাগত রাতে উপজেলার ইয়ারপুর এলাকা থেকে ২৭পিস ইয়াবাসহ মো. সবুজ মিয়া (৩৩) নামে একজনকে আটক করে থানা পুলিশ। পরে আটককৃতদের সোমবার বিকালে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।