অবিরাম বৃষ্টিতে নারায়ণগঞ্জের সরকারী দপ্তর গুলো পানিতে তলিয়ে গেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: অবিরাম বৃষ্টিতে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারী প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। সরকারী প্রতিষ্ঠান গুলোতে পানি নিচে থাকায় হাটু ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে হচ্ছে।
এতে করে জনসাধারন সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে সরকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জলাবদ্ধতার বিষয়ে দায়িত্বরত কোন বক্তব্য দেননি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালে মূল ফটকে প্রবেশ করতে গিয়ে হাটু পানি ভেঙ্গে যেতে হয়েছে। জেলা পরিষদের এরিয়াতে পানির নিচে তলিয়ে গেছে। এ অফিসে যেতে হলে পানি ভেঙ্গে যাওয়ার কারনে জনসাধারন সেবা নিতে পারছে না। ড্রেনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলে পানি সরতে না পারায় জলাবদ্ধ সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের আঙ্গিনায় হাটু পানির নিচে তলিয়ে রয়েছে। অবিরাম বৃষ্টির কারনে এলজিইডির অফিসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর সদর উপজেলার বাংলোতে পানির নিচে তলিয়ে গেছে। পানি ভেঙ্গে বাংলােতে যেতে হচ্ছে উপজেলা কর্মকর্তা। এ বাংলোতে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

বিসিক শিল্পনগরীতে প্রভাবশালী গার্মেন্ট ব্যবসায়ী মো: হাতেম ড্রেন বন্ধ করে বালু ভরাট করার ফলে বিসিক ফায়ার স্ট্যাশনে কোমড় পানির নিচে তলিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কার্যাক্রম বন্ধ হয়ে গেছে। ফায়ার স্ট্যাশনের গাড়ি গুলো সেখান থেকে সরিয়ে এনে অন্য স্থানে রাখা হয়।

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় পানির নিচে তলিয়ে রয়েছে। অফিসে প্রবেশ করতে পানি ভেঙ্গে যেতে হবে বিধায় ইউনিয়নের লোকজন সেবা নিতে যেতে চাইছে না। এমনকি পানির কারনে অনেক জনপ্রতিনিধিরা অফিসে যেতে পারেনি।

ফতুল্লা বিসিক ফায়ার স্ট্যাশনের সিনিয়র অফিসার ইনচার্জ একে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, বিসিকের পানি নিস্কাশনের ব্যবস্থা না করে বালু ভরাট করার ফলে অবিরাম বৃষ্টিতে ফায়ার স্ট্যাশন জলাবদ্ধতায় পানির নিচে তলিয়ে আছে। পানিতে তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়ে। পানির কারনে ফায়ার সার্ভিসের সকল সদস্যরা বসবাস করতে পারছে না। ফায়ার স্ট্যাশন পানির নিচে তলিয়ে যাওয়ায় গাড়ি গুলো সরিয়ে অন্য স্থানে রাখা হয়েছে। আর আমাদের বসার অফিসটিও পানির নিচে তলিয়ে গেছে।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, পরিষদ কার্যালয়টি একটু নিচু হওয়ায় অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আশে পাশে ড্রেন ময়লা জমে পরিষদ কার্যালয় সহ আশে পাশের অনেক নিচু এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরে লোক দিয়ে ড্রেন পরিস্কার করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।