
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ কেন্দুয়ার উদ্যোগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আদর্শ কেন্দুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসির আরাফাত ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার হোসেন। এ সময় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন, শিক্ষার্থী অভিভাবক সৈয়দ আফজালুন্নেছা রুমীসহ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।