হাওর রক্ষায় নদী ও হাওর খনন করতে হবে- ড. মুজিবুর রহমান হাওলাদার

সিলেট প্রতিনিধি: “হাওর সম্পদের ভান্ডার”। হাওর রক্ষায় নদী ও হাওর খনন করতে হবে।’ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সাবেক ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার নদী ও হাওর পরিদর্শন কালে কমিশনের চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেছেন।’
পরিদর্শনকালে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পওর-১ আবু বক্কর সিদ্দীক ও পওর-২ খুশি মোহন সরকার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুর্ণেন্দু দেব, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ রাকিবুল করিম রাকিব উপস্থিত ছিলেন।’
প্রতিনিধিদল সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা, তাহিরপুর উপজেলার বৌলাই, পাটলাই নদী এবং রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়া, শনি ও মাটিয়ান হাওর পরিদর্শন করেন। পরিদর্শনকালে নদী ও হাওরগুলো খনন করা সহ নানা বিষয়ের গুরুত্ব অনুধাবন করে কমিশন চেয়ারম্যান জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন দেন।’
পরিদর্শন শেষে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার গণমাধ্যমকে বলেন, ” হাওর সম্পদের ভান্ডার। হাওর রক্ষায় নদী ও হাওর খনন করতে হবে।’ তিনি আরো বলেন, পুরো বিষয়টিকে একটি মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে।” এছাড়াও সোমবার কমিশন প্রধানের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায়ও বিভিন্ন নদী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।