
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে দুর্গাপুর নৃতাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে প্রবীণ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের নগদ টাকা বিতরণ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বঙ্কিম মানকিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ সভাপতি পঙ্কজ মারাক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, প্রোগ্রাম কর্মকর্তা এলটুস নকরেক সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রবীণ প্রতিবন্ধীদের মাঝে ৪টি হুইল চেয়ার ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪০হাজার টাকা বিতরণ করা হয়। বক্তারা বলেন, প্রতিবন্ধিরা আমাদের বোঝা নয়, এরাও সামাজের মানুষ, এদেরও সমাজে বেঁচে থাকার অধিকার আছে, ধন্যবাদ দেই কারিতাস কে যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার সুযোগ করে দিচ্ছে।