ত্রিশালে ছাত্রী যৌন নির্যাতনকারীর বিচারের দাবিতে মানববন্ধন

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ৫ম শ্রেণীর ছাত্রী সোহাগী আক্তারের যৌন নির্যাতনকারী মক্তব শিক্ষকের বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার, হাপানিয়া গয়সাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, ময়মনসিংহ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান সুরুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মামুন প্রমূখ। মানববন্ধনে এলাকাবাসী, ধানীখোলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া গয়সাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযুক্ত মক্তব শিক্ষক মোবারক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৫ মে শনিবার হাপানিয়া গয়সাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহাগী মক্তব শিক্ষক কর্তৃক যৌনহয়রানির শিকার হয়। লোকলজ্জার ভয়ে ওইদিন সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইমাম মোবারককে আটক করে আদালতে সোপর্দ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।