
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের পৌরসভার সামনে থেকে এক হাজার বার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কালাম খোকনকে গ্রেফতার করেছে সোমবার দুপুরে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশনায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলর খোকনকে গ্রেপ্তার করেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. (ওসি) বোরহান উদ্দিন খান।
এদিকে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, মাদক ব্যবসায়ী কাউন্সিলর খোকনের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ লিখিত অলিখিত নানারকম অপরাধের অভিযোগ রয়েছে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে। মাদক নিয়েও তিনি পুলিশের হাতে একাধিকার গ্রেফতার হন বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
এছাড়াও খোকনের কাছে অবৈধ অস্ত্র আছে বলে পুলিশের নিকট তথ্য রয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশ খোকনকে নিয়ে অভিযান শুরু করেছেন।কিছুদিন আগেও খোকনকে মাদকসহ গ্রেফতার করা হলে পুলিশের ওপর আঘাত করে পালিয়ে যায় সে।
নেত্রকোণা সদর থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, রাতে ওই কাউন্সিলরকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান করা হবে। তারপর তাকে আদালতে চালান দেয়া হবে।