ময়মনসিংহে আড়ং এর ১৯তম আউটলেটের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: বিভাগীয় শহর ময়মনসিংহে আড়ং এর ১৯তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাজার কালিশংকর গুহ রোডে ফিতা ও কেক কেঁটে আউটলেটটি উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ। এ সময় ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ ও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা আউটলেটের বিভিন্ন অংশ ঘোরে দেখেন। এ শোরুমে আড়ং ঈদ কালেকশানের বৈচিত্র্যময় সব পোশাকের সঙ্গে গৃহসজ্জা, জুতা ও গহনার বিশাল সম্ভার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।