ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিঠু মিয়া, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় জুয়েল আহমেদ  (১৬)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। জুয়েল আহমেদ উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের রহিম মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে ১২দিকে উপজেলার কাইল্যানি হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, জুয়েল আহমেদ ওইদিন দুপরে কািল্যানি হাওরে ধান কাটতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে জুয়েল আহমদ গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে দুপরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপে ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অপরদিকে বজ্রপাতে একই সময়ে ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াক্ন্দা গ্রামের  দিলহজ মিয়া (২৪) নামে একজন কৃষক ধান মাড়াইয়ের সময় আহত হয়েছে। ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।