দুর্গাপুরে বিদ্যুৎ চমকানো শব্দে ১২ শিক্ষার্থী অজ্ঞান

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই প্রায় প্রতিদিনই মুশলধারে বৃষ্টি হতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় মুসলধারে বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোতে ১২জন শিক্ষার্থী অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল থেকেই মুসলধারে বৃষ্টি ঘনঘন বিদ্যুৎ চমকানোর বিকট শব্দে পৌরশহরের সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের বিভিন্ন ক্লাশের ১২জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের সচেতনতায় তাৎক্ষনিক অজ্ঞান হওয়া শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করেন। পরবর্তিতে প্রাথমিক চিকিৎসা শেষে ৯জন বাড়িতে ফিরলে বাকী ৩জন হাসপাতালে ভর্তি থেকে যান। এ নিয়ে অবিভাবকদের মনে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।