
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক হাজতী হ্যান্ডকাপ সহ পালিয়ে গেছে। বুধবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই কারারক্ষিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার মোঃ আব্দুল কদ্দুছ জানান, নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার বাদল মিয়ার পুত্র মেহেদী হাসান আলম (৩৫) গত ৩ মে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে ৪ মে জেলখানায় আসে।
বুধবার সকালে আলম অসুস্থতা বোধ করলে ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দুপুর পৌনে ১টার দিকে সে হ্যান্ডকাপসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে কারারক্ষি সাইফুল ইসলাম ও জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক হাজতী আলমকে গ্রেফতার করার জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।
আলম দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বড়িতে চুরি, মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত। জেলার বিভিন্ন থানায় তার নামে রয়েছে দেড় ডজন মামলা। শহরবাসীর কাছে রীতিমতো আতঙ্কের নাম আলম। চলমি মাসের ৩ মে তাকে আটকের সময় ওপর মল-মুত্র ছুঁড়েও। এ সময় তার দেহ তল্লাশি করে ২৩০ গ্রাম নেশা জাতীয় দ্রব্য হেরোইন জব্দ করা হয়েছিল।