নেত্রকোণায় বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: বাংলদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ও বিড়ি ভোক্তা ফেডারেশন নেত্রকোণা জেলা শাখার উদ্যেগে এক মানববন্ধন কর্মসূচী বুধবার মোক্তারপাড়াস্থ জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, বিড়ি শ্রমিক ফেডারেশন ও বিড়ি ভোক্তা ফেডারেশন নেত্রকোণা জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শিল্প ২ বছরের মধ্যে তথা ২০২০ সালের মধ্যে এবং সিগারেট শিল্প ২০ বছর তথা ২০২৮ সালে বন্ধ করা হবে, ভারতে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা এবং হাজার প্রতি ট্যাক্স ১৪/-এবং বাংলাদেশে হাজার প্রতি ট্যাক্স ২৫২/-। বৃটিশ আমেরিকান ট্যোবাকো কর্তৃক ১৯২৪ টাকার কর ফাঁকি এবং নি¤œ মানের (ডার্বি,পাইলট,হলিউড) ৩৫ টাকার স্থলে ২৭/-টাকায় বিক্রয় করা হয় এ সকল বৈষম্য দূর করা এবং বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা হয়। প্রধানমন্ত্রী ঘোঘণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে এদেশে তামাক এবং তামাক জাত দ্রব্য আর থাকবেনা। এটি একটি গুরুত্বপূর্ণ ও উপযোগী সিদ্ধান্ত। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ৩ বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করা হবে। অপরদিকে ২২ বছর সময় দিলেন সিগারেট কোম্পানিগুলোকে। বক্তারা বলেন, গত অর্থ বছরে বিড়ির উপর ট্যাক্স বাড়িয়েছেন ১১০ শতাংশ, অপর দিকে সিগারেটের উপর ট্যাক্স মাত্র ২২ শতাংশ। বিড়ির অগ্রিম আয়কর ট্যাক্স দিতে হয় ১০ শতাংশ সিগারেটের দিতে হয় ৩ শতাংশ। অর্থমন্ত্রীর এই ঘোষণা ও বিড়ি শিল্পের উপর বিমাতাসূলভ আচরণ আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির প্রতি পক্ষপাত মূলক আচরণ প্রকাশ পেয়েছে। অথচ বিড়ি শিল্পের সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কেম্পানির সাথে খুব কম সংখ্যক মানুষ জড়িত। বিড়িশিল্প প্রতিষ্ঠানগুলো শতভাগ কর দিচ্ছে। আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি প্রতি বছর শত শত কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। এ দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। অর্থমন্ত্রীর এই ঘোষনায় বিড়ি শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ ও কোটি কোটি ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। বিড়ির উপর কোন বৈষম্যমূলক পদক্ষেপ গ্রহণ না করে সিগারেট বন্ধের সময়কাল পর্যন্ত বিড়ি শিল্পিকে সময় দেয়া এবং লক্ষ লক্ষ হতদরিদ্র বিড়ি শ্রমিক যার অধিকাংশই গ্রামীণ নারী শ্রমিক তাদের স্বার্থে বিবেচনা করে বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা এবং সর্বক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বক্তারা বিশেষ অনুরোধ জানিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।