
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে আওয়ামী যুব মহিলালীগের সম্মেলন বুধবার সকাল ১১টায় স্থানীয় নৃ-তাত্বিক আদিবাসী অডিটরিয়মে সম্পন্ন হয়েছে।
যুবলীগ সভাপতি আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ আওয়ামী যুব মহিলা লীগ নেত্রকোণা জেলা সভাপতি অনিতা নন্দী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনাক্রমে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার’কে আহবায়ক এবং রাখী দ্রং,জবা সরকার,তাছলিমা খাতুন,পারুল আক্তার এবং মমতাজ বেগম’কে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির প্রতি আগামী তিন মাসের মধ্যে উপজেলা পর্যায়ে সকল ইউনিয়ন,পৌরসভা এবং ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্যদেন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ এমদাদুল হক খান,সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ,যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা,যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নাজনীন সুলতানা নাজু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাবেয়া শহীদ। ছাত্রলীগ সভাপতি আঃ হালিম,যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম।এছাড়াও উভয় পদের প্রার্থীরা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে।