
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় মঙ্গলবার ভোর রাতে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু কাঁচা ঘর-বাড়িসহ গাছপালা বিধ্বস্থ হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি বোরো ফসলের। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় সারা উপজেলায় বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্বধলা সদর, জারিয়া, আগিয়া, হোগলা, ঘাগড়া, বিশকাকুনী ও ধলামূলগাঁও ইউনিয়নের ওপর দিয়ে মঙ্গলবার ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বিশকাকুনী ও আগিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ৩০/৪০টি কাঁচা ঘর বাড়ি ও গাছপালা বিধ্বস্থ হয়। এ সময় ঝড়ে উপজেলার অন্যান্য ইউনিয়নেও বহু গাছপালা বিধ্বস্থ হয় ও উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। বেশ কয়েক স্থানে বিদ্যুতের তার ছিড়ে যায় ও খুঁটি উপড়ে পড়ে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা জানান, আজ মঙ্গলবার সকালে তিনি ক্ষতিগ্রস্থ এলাকা বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী ও আগিয়া ইউনিয়নের বেড়াইল ও স্যাতাটি গ্রাম পরিদর্শন করেছেন। ক্ষয় ক্ষতির তালিকা তৈরী করা হচ্ছে।