খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খালিয়াজুরী প্রতিনিধি: হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইসলাম উদ্দিন (৫৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, কৃষক ইসলাম উদ্দিন মঙ্গলবার সকালে বাড়ীর সামনের বাড়হা হাওরে নিজ জমিতে ধান কাটছিল। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী বজ্রপাতে কৃষক ইসলাম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।