কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাশেম সম্পাদক জীবন

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মো. লুৎফর রহমান ভূঞার সভাপতিত্বে ও সদস্য কবি নেহাল হাফিজের পরিচালনায় সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাকের সংবাদদাতা আবুল কাশেম আকন্দকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা জিয়াউর রহমান জীবনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এর আগে প্রথম অধিবেশনে ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল কবীর ভূঞা পল্টু, সদস্য প্রভাষক আবু ইউসুফ খান উজ্জ্বল, সদস্য কবি নেহাল হাফিজ প্রমুখ। প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।