
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আর্নিকা তাহ্সিন অর্পা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। সে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বাশত বাংলার ও ময়মনসিংহ সময়ের সম্পাদক আজগর হোসেন রবিনের একমাত্র কন্যা। তার মাতার নাম কামরুন নাহার শাহীন। সে ডাক্তার হতে চায়।
অর্পা জানিয়েছে, সে প্রতিনিয়ত স্কুলে যেত এবং ৬ ঘন্টা লেখা পড়া করত। তার মা কামরুন নাহার শাহীন আনন্দ মোহন কলেজ থেকে মাষ্টার্স করেছেন। মায়ের আন্তরিকতার ও শাসনের ফসল এ রেজাল্ট বলে অর্পা দাবি করেন। অর্পা আরো বলেছে, আমার বাবা আমাকে খুব আদর করত। অপর দিকে একজন ছাত্রের আন্তরিকতা সু রেজাল্ট এনে দিতে পারে। সে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও প্রাইভেট শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।