
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে শুক্রবার সকালে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। উপজেলার শাহনেওয়াজ সুলাকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজুল ইসলামকে সভাপতি, শিমুলাটিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও হাজী সাহেব আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টাম-লীর সদস্য আব্দুল আওয়াল মন্ডল, শিক্ষক লুৎফর রহমান ভূইয়া লিটন, হায়াত মাহমুদ, মহিউদ্দিন খান, মাহমুদা আক্তার প্রমুখ।