
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় লুৎফুন্নেসা খান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় এবং দাতা সদস্য ওয়ালী করিম খান ও রওশন আরা র অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে অটিজম বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
মারুফ কবীর মেরিনের উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন করেছেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বানিয়াজান আওয়ামীলীগের সভাপতি এস এম ঈশা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান খায়রুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদা আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান, আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, আটপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন উ জামানসহ অন্যরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।