
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান পরিচালিত ভ্রাম্যমান আদালত ৯টি ট্রাক হতে জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা মোড়ে অতিরিক্ত পন্য বোঝাই, ট্রাকের লাইসেন্স ও ড্রাইবিং লাইসেন্স না থাকায় প্রতি ট্রাককে দুই হাজার টাকা করে মোট আঠার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা অর্থ অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন। অভিযানে কলমাকান্দা থানার এস.আই শফিকুল ইসলামসহ একটি পুলিশ দল উপস্থিত ছিলেন।