মাসে ২ দিন হাসপাতালে থাকেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা !

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত সাবাহ্ মাসে ৩০ দিনের মধ্যে ২৮ দিনই কর্মস্থলে থাকেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশতাক হাসান হাসপাতালটি পরিদর্শনে গেলে এলাকাবাসী এ অভিযোগ করেন। এ সময় অতিরিক্ত সচিব অভিযোগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘এটা শুধু কেন্দুয়া নয়, সারাদেশের একই অবস্থা। সবাই এখন সেবা রেখে টাকার পেছনে ছুটছেন’। তিনি অভিযোগকারীদের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘সারাদেশে যত হাসপাতাল আছে তার মধ্যে সবচেয়ে নোংরা হচ্ছে এ হাসপাতালটি (কেন্দুয়া)। এ হাসপাতালটি খুবই অপরিচ্ছন্ন’। এ সময় তিনি উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত সাবাহ্কে কর্মস্থলে নিয়মিত সময় দেওয়াসহ হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। এ সময় নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশতাক হাসান কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে এসেছেন শুনেই হাসপাতালে ছুটে যান, স্থানীয় এমপির প্রতিনিধি ও বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় চকপাড়া গ্রামের বাসিন্দা আপ্রান খান, স্বপন মিয়াসহ এলাকার লোকজন। তারা পরিদর্শনে আসা অতিরিক্ত সচিবের কাছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিনাত সাবাহ্ কর্মস্থলে না থাকায় হাসপাতালটির স্বাস্থ্যসেবার দুরাবস্থার বিস্তর অভিযোগ তুলে ধরেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।