নেত্রকোণায় মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবকলীগ নেতার সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা-২ আসনে আওয়ামীলীগ থেকে মনোননয়ন প্রত্যাশী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাষ্টিস সোমবার সকালে নেত্রকোণা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে জাষ্টিস জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে এলাকার সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনে অংশগ্রহন করবেন বলেও জানান তিনি ।
এসময় তিনি তার বিগত দিনের রাজনৈতিক পটভূমি তুলে ধরে বলেন, আমি জীবনের শুরু থেকে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহনের মধ্যদিয়ে বিএনপি জামায়াত জোট সরকারের নির্যাতনের স্বীকার হয়েছি। র্দীঘদিন যাবত দলের একনিষ্ঠ কর্মী হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান লিটু, প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আহসানুল কবির টিটু, শাকিল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন খান (আশাদ), বারহাট্রা উপজেলার আহবায়ক আবুল কালাম আজাদ (বকুল) পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ সঞ্জয় সাহা, যুব ও ক্রীড়া সম্পাদক শাহাবুলসহ স্থানীয় গনমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাষ্টিস আরো জানান, ১৯৯৬ সালে কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য হয়ে রাজনীতির সূচনা হয় তাঁর। ১৯৯৭ সালে শহিদ শামসুল হক হল ছাত্র সংসদ (বাকসু) সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০০০ সালে শহিদ শামসুল হক হল শাখার সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হন তিনি। ২০০৬ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি পদেও মনোনীত হন কৃষিবিদ মুহাম্মদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাষ্টিস। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শে লালিত বেশকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।