
কলমাকান্দা প্রতিনিধি : জেলার কলমাকান্দা উপজেলায় মঙ্গলবার বৈরী আবহাওয়ায় থাকা স্বতেও কলমাকান্দা মটরযান শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মটরযান, অটো টেম্পো, ইজিবাইক, সিএনজি এবং নির্মাণ শ্রমিকসহ বর্নাঢ্য আনন্দ শোভাযাএা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাসষ্টান্ড প্রাঙ্গণে শেষ হয় । এতে নেতৃত্ব দেন মো: তারা মিয়া, মো: শামছু মিয়া, মো: রুহুল আমীন, মো: হুমায়ুন বিশ্বাস,মো : গোলাম হোসেন, মো: একদিল মিয়া, ওয়াফিজ মিয়া, সবিরন্জন সাহা,মো: সেলিম মো: সুলতান মিয়া ও অাল অামনি প্রমূখ।
শোভাযাএা শেষে বাসস্ট্যান্ডের প্রাঙ্গণে মটরযান শ্রমিক সংগঠন ও কলমাকান্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নির্মাণ শ্রমিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।