
সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি সহ সুনামগঞ্জের হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশংকায় এপারের বোরো ফসলী হাওর ও নদীগুলোতে আকস্মিক পানি বৃদ্ধি পেতে পারে।’ এ কারনে দ্রুত সময়ের মধ্যে বোরো ফসলী ধান কাঁটতে রোববার জেলার তাহিরপুর সহ সব কটি উপজেলায় মাইকিং করে কৃষককের সর্তক করা হয়েছে।’
সোমবার থেকে আগামী বুধবার পর্য্যন্ত ৩ দিন ভারী বৃষ্টিপাতের কারনে বোরো ফসল ডুবির আশংকায় রোববার জেলার তাহিরপুর সহ প্রতিটি উপজেলায় দ্রুত সময়ের মধ্যে ধান কাঁটার জন্য পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও কাবিটা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির পক্ষ্য থেকে মাইকিং করে কৃষকদের নিকট আগাম সতর্কবার্তা পৌছানো হয়েছে। ’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্ণেন্দু দে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর বরাত দিয়ে রোববার রাতে জানান, ‘ সোমবার ও মঙ্গলবার যথাক্রমে ২৫ ও ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হবে সুনামগঞ্জের হাওরাঞ্চলে। ’ তিনি আরো বলেন, উজানে (ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে )১৪০ থেকে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।’ উজানের বৃষ্টির পানি হাওরাঞ্চলে নদীতে এসে নামবে। তাতে নদীর পানি বৃদ্ধি পাবে।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক রোববার রাতে জানান, ‘ জেলার সুরমা, জাদুকাঁটা সহ সব কটি নদীর পানির উচ্চতা গত ৩ দিনে প্রায় আধা মিটার কমেছিল। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ২৫ এপ্রিলে ছিল ৩ মিটার। রোববার সেটি কমে হয়েছে ২. ২৯ মিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, আগামী ২ দিনে প্রচুর বৃষ্টিপাত হবে। তিনি আরো বলেন, ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টি হবে। এই অবস্থায় বিভিন্ন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে নির্দেশ দেয়া হয়েছে আবহাওয়ার সতর্কবার্তার মাধ্যমে কৃষকদের দ্রত ধান কাঁটা শেষ করতে তাগিদ দেয়ার জন্য।’