মাদক সেবনে বাঁধা দেয়ায় গণধর্ষনের শিকার নারী শ্রমিক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় এক নারী নির্মাণ শ্রমিক(৪০)গনধর্ষনের শিকার হয়েছেন।এঘটনায় ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা।

পুলিশ মো:জুয়েল (৩০) ও সাদ্দাম(২৫)নামে দুই আসামীকে গ্রেফতার করেছে। সদর উপজেলার জয়রা এলাকায় শুক্রবার রাতে এ গণধর্ষনের ঘটনা ঘটে।থানায় মামলা হয় ঘটনার পরদিন।

নির্যাতিত ওই নারী জানান,রাজ মিস্ত্রির সহযোগি হিসাবে দিনমজুরির কাজ করেন তিনি।জয়রা এলাকায় একটি টিনসেট বাড়িতে ভাড়া থাকেন।ডির্ভোসি ওই নারীর দুই মেয়ে তার সঙ্গে থাকলেও,ঘটনার দিন নানা বাড়িতে ছিলেন। তিনি জানান,শুক্রবার দুপুরে এলাকার চিহিৃত মাদকসেবী জুয়েল(৩০), ওয়াসিম(৩০), রিফাত(২৯)ও সাদ্দাম(২৫)তার বাড়িতে এসে মাদকসেবন করতে চান।এসময় তিনি বাঁধা দিলে তাকে দেখে নিবেন বলে হুমকি দিয়ে যান। রাত ১১ টার দিকে ওই যুবকরা দরজা ভেঙ্গে তার ঘরের ভেতরে প্রবেশ করেন।তাকে মারপিটসহ রাত ৩ টা পযন্ত পালাক্রমে ধর্ষণ করে।এসময পাশের রুমের ভাড়াটিয়ারা বিষয়টি টের পেলেও ভয়ে রুম থেকে বের হননি। সকালে্ ওই নারী কান্নাকাটি করে ভাড়াটিয়াদের পুরো ঘটনাটি জানায়। শনিবার রাতে ৪ জনের নামে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী।স্থানীয়দের সহযোগিতায় দুই ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।তবে এখনো পলাতক রিফাত ও ওয়াসিম। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রকিবুজ্জামান জানান,সদর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।গ্রেফতার দুই আসামীকে রোববার আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠিয়েছেন বিচারক।পলাতক দুই আসামীকেও গ্রেফতারে চেষ্টা চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।