নাটোরের নলডাঙ্গা থেকে এক জেএমবি সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থেকে মোশারফ হোসেন ওরফে রুস্তম আলী (৪০) নামে পলাতক এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার সকালে উপজেলার মাধনগর রেলষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোশারফ হোসেন ওরফে রুস্তম আলী নওগাাঁর আত্রাই থানার ভর তেতুলিয়া গ্রামের আজিজ খাঁর ছেলে।
র‌্যাব-৫ এর সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, জেএমবি সদস্য মোশারফ হোসেন ওরফে রুস্তম আলী সাংগঠনিক কাজের জন্য নলডাঙ্গা এলাকায় আসে। সে মাধনগর রেলষ্টেশন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ষ্টেশনের প্লাটফর্ম এলাকা থেকে মোশারফ হোসেন ওরফে রুস্তম আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন ওরফে রুস্তম আলী জেএমবি একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। মোশারফ হোসেন ওরফে রুস্তম আলী ২০০২ সালে জেএমবি’র এক আঞ্চলিক নেতার মাধ্যমে জেএমবি সংগঠনে নাম লেখায়। এরপর থেকে ওই নেতার নেতৃত্বে দলীয় সভা, উগ্রবাদি বই বিতরণ, ইআরনতের টাকা আদায়, জেহাদী দাওয়াত দেওয়া, হত্যা চাঁদাবাজি সহ সকল কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। ২০০৭ সালে নওগাঁর আত্রাই এলাকা থেকে সংগঠনের অন্যান্য নেতা-কর্মীর সাথে সেও গ্রেফতার হয়। পরে আদালত থেকে সে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক ছিল। সম্প্রতি সে সংগঠনের অন্যান্য সহযোগিদের নিয়ে গাজিপুর, পাবনা সহ বিভিন্ন স্থানে কখনও গ্যাস পাইপ লাইনের মিস্ত্রি, আবার কখনও মোবাইল ফোনের মেকার হিসেবে ছদ্মনামে যাতায়াত শুরু করে। এ সময়ে সে সংগঠনের পক্ষে দাওয়াত ও নতুন সংগ্রহের দায়িত্ব পালন করে আসছিল। সোমবার সংগঠনের কাজে মাধনগর ষ্টেশন এলাকায় আসে। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, তিনটি সিম কার্ড ও একটি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।