
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং গ্রাম থেকে অজ্ঞাতপরিচয়ের আনুমানিক ত্রিশ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ওই গ্রামের সামনে একটি ডোবা (জলাশয়) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে । ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে একটি সাদা শাট ও খাগি রং এর প্যান্ট রয়েছ। শরীরে আগাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, বেশ কিছুদিন ধরে অপরিচিত ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাকে অনেকটাই অপ্রকৃতস্ত মনে হচ্ছিল।