
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে । পুলিশ ও এলাকাবাসী জানায়, কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের কিশোরী একই উপজেলার কয়রা নানার বাড়ীতে বেড়াতে এসে সোমবার বৃষ্টির সময় এলাকার নির্মানাধীন একটি বাড়ীতে আশ্রয় নিলে এই গ্রামের মৃত-শাহ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫) একা পেয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। প্রথমে এলাকাবাসী ঘটনার স্থল থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছি ।