
বিশেষ প্রতিনিধি: ‘চিত্ত মম বিকশিত হোক, নৃত্যের তালে তালে’ শ্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনায় বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও নৃত্য পরিবেশিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ এই কর্সূচির আয়োজন করে।
রোববার সকাল ১০টার দিকে শহরের অজহর রোড এলাকায় সংগঠনটির কাযালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উদীচীর নৃত্য বিভাগের আহ্বায়ক তুষার কান্তি রায়ের সভাপতিত্বে ও নাঈম সুলতানা লিবনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ওই বিভাগের সম্পাদক তমা রায়। এ ছাড়া বক্তব্য দেন, জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্ছু, সহ-সভাপতি অধ্যাপক হারাধন সাহা, সহ-সভাপতি মাসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস প্রমুখ।
শেষে উদীচীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় ও ধান বানিরে, ঢেঁকি নাচে, আজ কেন গো প্রাণ সজনী, ভালো করে বাজাও গো দোতরা, নাও ছাড়িয়া দে পাল উড়াইয় দে মাঝিসহ বিভিন্ন লোকজ নৃত্য পরিবেশিত হয়। এতে মমিন, তাসফিয়া তাহসিন প্লামি, অরিত্র নিভা দে, নবনিতা সরকার, তৃষা সরকার, পূঁজা সাহা, অরিত্র মজুমদার, অধরা সাহাসহ ৫০ জন শিল্পী অংশ নেয়।