জাতীয় আইন সহায়তা দিবসে নেত্রকোণায় শোভাযাত্রা

বিশেষ প্রতিনিধি: ‘‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডে সুফল পাচ্ছে বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা,নারী ও শিশু ট্রাইবুন্যালের বিচারক মো.রুকনুজ্জামান,জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিভিল সার্জন তাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কেশব রঞ্জন সরকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় আইনজীবি,বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মরত কর্মকর্তা কর্মচারী,এনজিও কর্মী সহ বিভিন্ন শেণ্রী পেশার সাধারণ মানুষ অংশ নেয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।