
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রামিয়া (২) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর (মাইজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শাহ আলমের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে হঠাৎ রামিয়াকে বাড়িতে খোঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর রামিয়ার বড় ভাই রনি মিয়া তাকে খুঁজতে গেলে বাড়ির পাশের পুকুরে রামিয়ার দেহ ভেসে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন রামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।