
নাটোর প্রতিনিধি: নাটোরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল এই দন্ড দেন।
নাটোর সিপিসি-০২ ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী শহরের রেলস্টেশন, মল্লিকহাটিসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে এক বছর, ১জনকে চার মাস, ৬ জনকে তিন মাস ও ৯ জনকে দুইমাস করে কারাদন্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলো, শহরের চৌধুরী বড়গাছা এলাকার হাসমত আলী ও পশ্চিম কান্দিভিটুয়া এলাকার রুস্তম আলী, সদর উপজেলার একডালা গ্রামের আলমগীর, ল্যাংগুরিয়া সুগারমিল এলাকার সনু মিয়া, পশ্চিম বড়গাছার জাকির হোসেন, হুগোলবাড়িয়ার দুলু মিয়া, উত্তর বড়গাছার আতাউর রহমান, হাজরা নাটোর এলাকার মোহাম্মদ রানা, চকবৈদ্যনাথের সোহেল রানা ও জীবন মিয়া, বড়হরিশপুরের আব্বাস কাজী, দিঘাপতিয়ার প্রভাস জমাদার, পশ্চিম বড়গাছার শফিকুল ইসলাম, মল্লিকহাটির রাসেল মিয়া, কান্দিভিটার কৃঞ্চ , মানিক মিয়া , মোঃ শরিফ ও গোপাল ওরফে বাবু।