কলমাকান্দায় পরীক্ষার ফি দেয়া নিয়ে সংঘর্ষ আহত-৫ আটক-৫

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ঘিলাচৌকা গ্রামে পরীক্ষার ফি দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ হয়েছে। এতে গুরুতর আহত হয় ৫ জন ও আটক হয় ৫ জন। আহতরা হলেন উপজেলার ঘিলাচৌকা গ্রামের নূরুল হক (৫০), জনি মিয়া (২৫) ও পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার রৌহা গ্রামের আবদুল মেতালিব (৬০), হাবিবুর রহমান (৩০), নিজাম উদ্দিন (৩৫)। আহতদের মধ্যে নিজান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ ও জনি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ মেতালিব,হাবিবুর ও নুরুল হককে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কলমাকান্দার ঘিলাচৌকা গ্রামের দ্বীন ইসলাম, সাহাবুদ্দিন, মজিবুর রহমান, ফজলুল হক ও ধর্মপাশা উপজেলার রৌহা গ্রামের আবদুল খালেকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাচৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক আবদুল খালেকের স্ত্রী নার্গিসের সাথে বিদ্যালয়ের শিক্ষিকা ফজলুল হকের স্ত্রী জুলেখা খাতুনের পরীক্ষার পিস নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে উভয় পক্ষ শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। পরে ওই দিনই বিকালে আটকৃতদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।