সুনামগঞ্জে সীমান্তে ভারতীয় ৪ নাগরিক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল আটক করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ২৮ -বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির টহল দল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রেবেশের দায়ে ওই ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে।
আটকৃকৃত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের শিলং জেলার রাণীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজং’র ছেলে অর্জিত হাজং (৬০), একই বস্তির অর্জিত হাজং’র ছেলে দেব জনি হাজং (৪৫), নিখিল হাজং’র ছেলে রামলা হাজং (৫০), একই জেলার কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)।’
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের চারাগাঁও বিওপির ১১৯৫ মেইন পিলার অতিক্রম করলে বিজিবির টহল দল বৃহস্পতিবার ৪ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদেরকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।’
এর আগে বুধবার রাতে ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ ৪ বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে যায়। ’এ দু’টি ঘটনায় সুনামগঞ্জ সীমান্তে বিজিবি- বিএসএফর মধ্যে বুধবার রাত থেকেই বেশ কিছুটা উত্তেজনা বিরাজ করছে।’
২৮- বর্ডারগার্ট ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি ৪ ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় নাগরিককের আপাতত বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রসঙ্গত,এর আগে বুধবার রাতে চারাগাঁও সীমান্ত অক্রিম করে ৪ বাংলাদেশী নাগরিক ভারতেঅবৈধ অনুপ্রবেশ করলে সেখানকার ব্যাটালিয়ন পুলিশের একটি বিশেষ টিম তাদেরকে আটক করে ভারতের শিংলং জেলা বড়ছড়া থানায় নিয়ে আটকে রাখে।’ আটকৃতদেও দেশে ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। তাদের ফেরত দেয়নি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।