
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সময় দেশে উন্নয়নের যেই অগ্রযাত্রা শুরু হয়েছে সেই অগ্রযাত্রায় দেশবাসী অভিভূত। দেশের সকল ক্ষেত্রে এখন উন্নয়নের ছোয়া লেগেছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা কে.এম. সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার প্রসারে দেশের সকল নাগরিকের জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি, যা তৈরীতে সুযোগ্য প্রধানমন্ত্রী শিক্ষাকে ব্যপক গুরুত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আজকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য এই শিক্ষা ব্যবস্থাকে আরো প্রসারিত ও সবার জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তিতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন এনেছে যার ফলে আমরা এখন ঘরে বসেই বিশ্বের সকল সংবাদ পেতে পারি। নারীরা এখন আর পিছিয়ে নেই, নারীদের জন্য সরকার সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। দেশের উন্নয়নে নারীরা এখন সমানতালে ভূমিকা রেখে যাচ্ছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।