দুর্গাপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারী উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন ও ব্র্যাক এর উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় এক বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে ‘‘ম্যালেরিয়া নির্মলে প্রস্তত আমরা’’ এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মাঈন উদ্দিন খান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (ব্র্যাক) মোঃ শহীদুল্লাহ ভুইয়া, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বিলাল উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশন‘র উপজেলা ব্যাবস্থাপক মোঃ কামরুজ্জামান, একাউন্স অফিসার মীর শফি উদ্দিন, হাসপাতাল টেকনিয়ান রবীন্দ্র রায় প্রমুখ।
বক্তারা দুর্গাপুর উপজেলায় ২০১৪ সালে ৭৮জন, ২০১৫ সালে ২৫জন, ২০১৬ সালে ২২জন, ২০১৭ সালে ০৩জন এবং ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত ০১জন ম্যালেরিয়া রুগী পাওয়া গেছে বলে জানান। এর ৯০%ই আবির্ভাব হয় পার্শ্ববর্তী মেঘালয় রাজ্য থেকে। কাজেই এই কঠিন রোগের লক্ষন দেখা মাত্রই দ্রুত চিকিৎসার ব্যাবস্থা নিতে আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।