
বিশেষ প্রতিনিধি: উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্তিমূলক ও স্বচ্ছ বাজেট প্রক্রিয়াকে গতিশীল করতে সুশীল সমাজ সংগঠনগুলোকে শক্তিশালীকরণ প্রকল্প (সিএসও এন্ড এলএ)’ এর উদ্যোগে বুধবার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেটসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৯শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে বাজেটসভায় বক্তব্য রাখেন: হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানী এর প্রতিনিধি মিজানুর রহমান, স্বাবলম্বীর কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আক্তারুজ্জামান গোলাপ, সিএসও এ- এলএ প্রকল্পের সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান, গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোজাহিদুল ইসলাম, অধ্যক্ষ বাবুল আহমেদ, আব্দুর রাশিদ প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগের দিন (মঙ্গলবার) ওই প্রকল্পের উদ্যোগে সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সদস্যদের বাজেটসভার প্রস্তুতি ও পরিচালনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।